মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে শ্রবণ, বাক প্রতিবন্ধী ও বধিরদের কল্যাণে মূক ও বধির সংঘের আত্মপ্রকাশ ও অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনী উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (সোনা)। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক, গাংনী বাজার মার্কেট মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শ্রবণ, বাক প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সালাউদ্দীন শাওনকে সভাপতি ও ফজলে রাব্বি শিমুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাংনী উপজেলা মূক ও বধির সংঘের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফাহিমা খাতুন নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আলম, কোষাধ্যক্ষ রবিউল হক, ক্রীড়া সম্পাদক হাসানুল রানা রাসেল, সদস্য সোহায়েব রহমান, জাহারুল ইসলাম, ইয়াছির আরাফাত ও রিমন ইসলাম।