দৈনিক আজকের চুয়াডাঙ্গার আয়োজনে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পত্রিকার নিজস্ব কার্যালয় একাডেমী মোড় সারা ভবনে গণমাধ্যমকর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। গণমাধ্যমকর্মী ও অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ।
তিনি বলেন, সমাজের নানান অসংগতিপূর্ণ তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের অবদান অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের সকল কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানান তিনি। তরুণদের সাংবাদিকতা পেশায় দক্ষ হয়ে ওঠার লক্ষ্যে প্রশিক্ষণ নেওয়াকেই গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল্লাহ্ রাসেল, চুয়াডাঙ্গা সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার একেএম আমিনুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সিদ্দিকুর রহমান দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকায় কর্মরত সম্পাদক ও সকল গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান। সকল গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রকাশ করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু হয়। শুরুতেই যোগাযোগ ও মানবিক বিকাশ বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল্লাহ রাসেল। সকল গণমাধ্যমকর্মীকে সাংবাদিকতা পেশায় মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর বিষয়টি উল্লেখ করেন তিনি। শুধু সমাজের অসংগতিপূর্ণ কাজ নয়, ভালো কাজের প্রতিবেদন করার দিকেও দৃষ্টি আরোপ করতে হবে। সাংবাদিকতা পেশায় তৃণমূল পর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ গ্রহণ ও প্রকাশ করার বিষয়ে সকল গণমাধ্যমকর্মীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন কৌশল বিষয়ে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক।
এ সময় তিনি বলেন- যেকোনো পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার কৌশল রপ্ত করার বিষয়ে সকল গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হতে বলেন তিনি। সংবাদ সংগ্রহ করার সময় কমপক্ষে দুইজন ব্যক্তির বক্তব্য অনুযায়ী সত্যতা যাচাই করে সংবাদ উপস্থাপনের বিষয়টি নিশ্চিত করতে এবং অন্যের সংবাদ কপি করা থেকে বিরত থাকতে বলেন তিনি। সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ক্যামেরা ও চিত্র ধারণ কৌশল নিয়ে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন সিনিয়র ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট মো: সাইফুল ইসলাম রনি। তিনি সংবাদ সংগ্রহের সময় ক্যামেরা ও চিত্র ধারণ কৌশল বিষয়ে নানা রূপ ধারণা দেন। মোবাইল ক্যামেরার নানা মুড সম্পর্কিত তথ্য দেন।
ভিডিও কনফারেন্সে মাধ্যমে পর্যটন সাংবাদিকতা ও মিডিয়া ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন এক্সপার্ট টুর‌্যসের ডেপুটি চিফ অপারেশন অফিসার মো: মুশফিকুর রহমান। তিনি বলেন, সমাজের চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সংবাদপত্র। তিনি সকল গণমাধ্যম কর্মীদের সততা ও উদ্যমী হয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে সোশ্যাল মিডিয়া ও রিপোর্টিং বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল।
তিনি বলেন, প্রিন্ট পত্রিকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সংবাদ প্রকাশের মাধ্যমে তৎক্ষণাৎ যেকোন সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। বর্তমানে বাংলাদেশের প্রায় সকলের কাছেই ব্যবহার যোগ্য স্মার্টফোন আছে এবং প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন। তাই বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রকাশের বিষয়ে গুরুতারোপ করেন তিনি এবং সকল গণমাধ্যমকর্মীদের সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা ও সাইবার ক্রাইমের ব্যাপারেও সতর্ক করেন।
তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা ও আশেপাশের অঞ্চলের জনমানুষের কথা তুলে ধরার জন্য দৈনিক আজকের চুয়াডাঙ্গা হতে পারে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। চুয়াডাঙ্গা অঞ্চলের সকল মানুষদেরকে দৈনিক আজকের চুয়াডাঙ্গার সোশ্যাল মিডিয়ার আওতাভুক্ত করার জন্য সকল গণমাধ্যমকর্মীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরে গণমাধ্যমকর্মীদের ব্যবহারে জন্য কিছু সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ বলেন, সকল গণমাধ্যমকর্মীকে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ করতে হবে। দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার আগামীর পথচলায় সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মশালায় বার্তা সম্পাদক পলাশ উদ্দীন, এ এইচ কামরুল, শিরিন জামান, ম্যানেজার নাইম সরোয়ার, স্টাফ রিপোর্টার মুন্না রহমান, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান রাইহান, রিপন মিয়া, সোহেল রানা, তামিম ইকবালসহ চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর, মোমিনপুর, তিতুদহ, পদ্মবিলা, গড়াইটুপি, নেহালপুর, আলমডাঙ্গা উপজেলা থেকে ভাংবাড়ীয়া, খাদিমপুর, জেহালা, বেলগাছি, জামজামি, খাসকররা, কালিদাসপুর, চিৎলা, দামুড়হুদা থেকে জুড়ানপুর, নতিপোতা, কার্পাসডাঙ্গা, কুড়ালগাছি, হাওলি, জীবননগর থেকে উথলী, আন্দুলবাড়িয়া, বাঁকা, সীমান্ত , হাসাদহ ও কেডিকে ইউনিয়ন এবং দর্শনা ও মেহেরপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *