দর্শনায় নির্বাচনী হাতপাখার প্রস্তুতি সভায় হাসানুজ্জামান সজীব পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ফ্যাসিবাদ আর টিকবে না

স্টাফ রিপোর্টার

দর্শনা পৌর অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠন ও সক্রিয় সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন। এসময় সভায় হাতপাখা মার্কার প্রার্থী হাসানুজ্জামান সজীব বলেন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট হলে দেশে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হবে না। এই পদ্ধতিতে প্রতিটি ভোটার তার পছন্দ অনুযায়ী দল বা প্রার্থীকে বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা পান। ফলে ভোটের ফলাফল হয় স্বচ্ছ ও সুষ্ঠু, এবং কোনো একপক্ষের আধিপত্য বা অন্যায় প্রভাব বিস্তারের সুযোগ থাকে না। আমাদের লক্ষ্য হলো ইসলামের নৈতিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনগণের সেবা করা এবং হাতপাখার বিজয় নিশ্চিত করা।

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। সভার সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল কবির জিপসি।

এ সময় বক্তারা বলেন, “একজন সচেতন নাগরিকের দায়িত্ব¡ শুধু ভোট দেওয়া নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে ন্যায় ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা। ইসলামের শিক্ষা অনুযায়ী এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যারা দুর্নীতি ও অন্যায় প্রতিহত করে জনগণের কল্যাণে কাজ করবে। হাতপাখা মার্কার প্রার্থী এই নীতিতে বিশ্বাসী এবং দেশের মানুষের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় নিশ্চিত করতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। সভায় চুয়াডাঙ্গা-২ আসনের আওতাধীন দামুড়হুদা, জীবননগর ও দর্শনা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দাায়ত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *