স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার গাংনী- আসমানখালী সাংগঠনিক থানায় দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে গাংনী- আসমানাখালী থানা সাংগঠনিক থানার আয়োজনে থানা কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
থানা আমীর আব্বাস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। প্রত্যেক ভোটারের দোরগোড়ায় ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ভোট চাইতে হবে। থানা সেক্রেটারী কামরুল হাসান সোহেলের পরিচালনায় উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর সেলিম রেজা ও মাওলানা মনিরুদ্দিন, থানা বায়তুলমাল সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, তারবিয়াত সেক্রেটারী মিজানুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আজহারুল ইসলামসহ ইউনিয়ন আমীর, সেক্রেটারী, কর্মপরিষদ ও টিম সদস্যবৃন্দ।