আলমডাঙ্গার গাংনী-আসমানখালী সাংগঠনিক থানায় দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

‎আলমডাঙ্গার গাংনী- আসমানখালী সাংগঠনিক থানায় দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে গাংনী- আসমানাখালী  থানা সাংগঠনিক থানার আয়োজনে থানা কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

‎থানা আমীর আব্বাস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। প্রত্যেক ভোটারের দোরগোড়ায় ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ভোট চাইতে হবে। ‎থানা সেক্রেটারী কামরুল হাসান সোহেলের পরিচালনায় উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর সেলিম রেজা ও মাওলানা মনিরুদ্দিন, থানা বায়তুলমাল সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, তারবিয়াত সেক্রেটারী মিজানুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আজহারুল ইসলামসহ ইউনিয়ন আমীর, সেক্রেটারী, কর্মপরিষদ ও টিম সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *