কুড়ুলগাছি প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন কুড়ুলগাছি ইউনিয়নের মামুনুর রহমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান এর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা হয়েছ
এলাকাবাসী ও ছাত্র/ছাত্রীর অভিভাবকরা জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে মামুনুর রহমানের মত তরুণ শিক্ষিত সৎ যোগ্যবান সমাজসেবক নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মামুনুর রহমান বলেন, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মামুনুর রহমান
