দর্শনায় ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দর্শনায় ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এ অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী মোছা: জহুরা বেগম ওরফে জোহরাকে (৫২) গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মো: মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ঘটনার সময় আকন্দবাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মোছা: জহুরা বেগমের বসতবাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *