স্টাফ রিপোর্টার
অবৈধভাবে মহশেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজিবি ১টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও পৃথক ৩টি অভিযান চালিয়ে ভারতে থেকে আসা যৌন উত্তেজক ট্যাবলেট, মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬৩/১-এস হতে ২৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মোঃ সান্ত মন্ডলের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৬৫ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়েগ্রা) উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত আড়ইটার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত-৪৯/৪-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া নামক গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ০৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া গতকাল ভোর রাত সাড়ে ৪ টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত-৬৫/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন পাড়া গ্রামের মোঃ মাইনুলের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনে হতে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো সত্য মন্ডল (৪৬), ফরিদপুর জেলা অধিবাসী ও আশিকুল ইসলাম (৪২), বাগেরহাট জেলার বাসিন্দা।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার
