স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন। তিনি গতকাল শুক্রবার বেলা ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোকুলখালি বাজার থেকে গনসংযোগ শুরু করে কুলপালা, রুইথনপুর, হাপানিয়া, চিৎলা হয়ে কয়রাডাঙ্গায় এসে সমাপ্ত হয়। গণসংযোগ কালে তিনি বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, জামায়াত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। বাংলাদেশ ৫৪ বছর স্বাধীন হলেও শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল। গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা সেক্রেটারি কামরুন হাসান সোহেল, গাংনী-আসমানখালী থানা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরক, ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, চিৎলা ইউনিয়ন আমির হাফেজ নিজাম উদ্দিন, চিৎলা ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম।
এদিকে চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গুলশান পাড়ার রাশেদ আল আসলী মসজিদে রাত সাড়ে ৭টায় ২নং নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নুরুজ্জামান নূরের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিকে রুখে দিতে হবে। দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে চাই। সবার সহযোগিতা থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা লোকমান হোসাইন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, পৌর কর্ম পরিষদ সদস্য হাফেজ ইকবাল, দেলোয়ার হোসেন হোসেনসহ ২ নম্বর ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
আলমডাঙ্গা চিৎলায় বিভিন্ন গ্রামে গণসংযোগকালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
