আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শপথ অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির শপথ গ্রহন, সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন- জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন বিদ্যালয় অ্যাসেম্বিলিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী চার্লি আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলায়াত করেন রাফিয়া খাতুন ও গীতা পাঠ করেন বর্ণ ভৌমিক
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আজিম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলমত ও রাজনীতি পরিহার করে রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে সক্ষম হলে মান সম্মত শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়া সম্ভব। সুশিক্ষার সেই পরিবেশ তৈরী করার জন্য তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা প্রদান করেন। জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সদস্য সচিব আলী হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
উপস্থিত ছিলেন- আন্দুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ এনায়েতুল হক, প্রভাষক এমাজ উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু, অভিভাবক সদস্য এহেতে শ্যামল, সহকারী শিক্ষক ফরহান উদ্দিন ঝংকার, ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, রফু উদ্দিন মন্ডল, যুবদল নেতা মির্জা শিলন, মোল্লা ফয়েজ আহম্মেদ, শমসের আলী ও দরবেশ প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *