শাহরিয়ার হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মশালমিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশালমিছিল করেছেন শিক্ষার্থীরা। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচিতে শাহরিয়ারের বন্ধু, সহপাঠীসহ ছাত্রদল ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে থেকে মশালমিছিলটি শুরু হয়। কলাভবন, হলপাড়া, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান বলেন, আজ ১১ দিন হয়ে যাওয়ার পরও সাম্যর খুনিরা অধরা। আরও তিনজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাঁদের জনতার সামনে আনা হয়নি। সাম্য হত্যার পর এই ব্যর্থ প্রশাসন বিভিন্ন লোকদেখানো পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারা সাম্য হত্যার বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ইশরাত জাহান বলেন, বিগত ১৬ বছরে হাসিনা সরকারের সময় সাম্য সম্মুখসারির যোদ্ধা ছিলেন। তাঁকে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আজকে একটা গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে সাম্য ভাইয়ের হত্যার বিচার চাওয়াটাকে আড়াল করার জন্য ফিকে বিষয়গুলো সামনে নিয়ে আসছে।

১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *