জীবননগরে ৩ মাদক সেবনকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

জীবননগর অফিস
জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা) এর নির্দেশে থানা পুলিশের একটি টিম শনিবার সকাল ১০টার দিকে জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ড গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জন মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করে
আটককৃতরা হলো, গোপালনগর গ্রামের মৃত হাসান মন্ডলের পুত্র নাজমুল ইসলাম (৪০), নারায়ণপুর সরকার পাড়ার মৃত বাকের আলী মন্ডলের পুত্র আশরাফুল ইসলাম (৪২), গোপালনগর গ্রামের বকুল মন্ডলের পুত্র সুমন মিয়া (৩৬)।
আটককৃতদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/৫ ধারায় ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ১০০ টাকা আর্থিক জরিমানা করেন। এরপর আটকৃত তিনজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *