স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৫ নারী-পুরুষ আটক করা হয়েছে। গতকাল বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বাড়ি খুলনা ও নড়াইল জেলায়। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ৩০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড়ে হাবিলদার সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ১৫ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৫ জন, নারী ৩ জন ও শিশু রয়েছে ৭ জন। আটককৃত পুরুষ বাংলাদেশীরা হলেন খুলনার বটিয়াঘাটার শাহজালাল শেখ (২৫), খুলনা ফুলতলার আবু যার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া থানার রাহুল গাজী (২৫) ও নড়াইল কালিয়া থানার ইরাই গাজী (৩৭) । অপরদিকে শুক্রবার রাত ১১টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬৭/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ নবার আলী আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৫ নারী-পুরুষ আটক, মাদক উদ্ধার
