মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশী নারী ও পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযানে তাদের আটক করে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়াও পৃথক অভিযানে ৪২ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

                  ৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার ৭১/৯-এস এর কাছে রাজাপুর গ্রামের মোঃ মইনুদ্দিনের পান বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

                  অপরদিকে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭ এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ ফেরদৌস আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী।  আটককৃত পুরুষ সদস্যরা হলো মাদারীপুর জেলার মহিষমাড়ী গ্রামের নিখির সরকার (৫৩), গোপালগঞ্জ জেলার সাতপাড়া গ্রামের ধীমান মন্ডল (২৭), একই গ্রামের সুজন মন্ডল (২৫) ও গোপালগঞ্জ জেলার গোপালপুর গ্রামের সনাতন মন্ডল (৭১)।

                  এদিকে গতকাল বুধবার সকাল ১০টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার ৬০/১৩৭-আর কাছে লড়াইঘাট গ্রামে হাবিলদার মোঃ হেমায়েত হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা হলো নরসিংদী জেলার উত্তর নহাব গ্রামের অন্তর চন্দ্র দাস (২১), ঝিনাইদহ জেলার মাটিলা গ্রামের সাবিত হোসেন (১৮),  আবু কালাম মন্ডল (২০) ও শাকিব মন্ডল (১৮)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *