জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ১ কেজি ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামী হলেন সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোবারক ইসলাম(৩০) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে মো.সাধন(১৯)।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আসলাম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোবারক ইসলামের বসত বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
একই দিন সকাল সাড়ে ১০ টায় থানার এসআই মো.রাসেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাখারিয়া গ্রামের ইব্রাহিম খলিল এর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. সাধনকে গ্রেফতার করা হয় ও তার হেফাজতে থাকা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১ কেজি ৯০০ গ্রাম গাঁজার বাজার মূল্য ৪২ হাজার টাকা। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।