চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে মুক্ত আলোচনা করা হয়। এছাড়া খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রোধ এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, চুয়াডাঙ্গায় বর্তমানে চোরের উৎপাত বেশ বেড়েছে। বেলগাছি এলাকায় ২২টি টিউবওয়েল দেওয়া হয়েছিল। তার মধ্যে ২১টি টিউবওয়েলের মাথা চুরি হয়ে গেছে। চোরের উৎপাত কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল প্রয়োজন। খাদ্যে ভেজাল রোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত যে অভিযান পরিচালিত হয়, তা জনসাধারণ জানতে পারেনা।  অভিযানের সময় যদি গণমাধ্যম কর্মীদের সাথে নেওয়া যায় তাহলে জনগণ এ সকল অভিযান সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করবে। তাদের যেন কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও সাধারণ জনগণের সহায়তা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন, আসন্ন দুর্গাপুজোয় আইন শৃঙ্খলা জোরদার করতে হবে। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা থাকবে। কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে সকলকেই তৎপর হতে হবে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব ও অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে পারে। তাই সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, এত উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালানোর পরেও বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এস এম আশিস মোমতাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ মৌমিতা পারভীন, উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ ইসরাফিল হোসেন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *