স্টাফ রিপোর্টার
মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় মহেশপুর ব্যাটেলিয়ান ৫৮ বিজিবির জুনিয়র কমিশন্ড অফিসার সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মোঃ টুনু মিয়ার গোডাউনের পাশে খড়ের গাদার মধ্যে হতে সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১টি দেশিয় পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে।