মুজিবনগরে বিজিবির কাছে ৯ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

মেহেরপুর অফিস


পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
এসময় বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার। হস্তান্তরকৃত ৯ বাংলাদেশী সকলেই ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২জন পুরুষ, ১ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের নাম আবু সাইদ (৪৫), জামাল শেখ ওরফে বদির (৩৯), বিউটি বেগম (৪০) শিশু মোঃ সম্রাট (০৭), সিমলা আক্তার (১১), ডলি আক্তার (২৫), লামিয়া আক্তার (০৬), আলী আকবর (০৪), সাদিয়া (০১)।
হস্তান্তকৃত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *