দর্শনা অফিস
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে দর্শনা থানাধীন হরিশপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তুষার কাজী (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি দোস্তগ্রাম গ্রামের আবু ছালেহ’র ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচাজর্ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ১৮ হাজার টাকা মূল্যের ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা রুজু হয়েছে।