ভারত কোন সময় বিএনপিকে পছন্দ করে না: বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

মেহেরপুর অফিস
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন ভারত কোন সময় বিএনপিকে পছন্দ করে না, তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে। এ ষড়যন্ত্র রুখে দিতে আপনারা সজাগ থাকবেন। সেই সাথে ছাত্র ও যুব সমাজকে বলি তোমরাই দেশ গড়বা। বিদেশী কেউ এসে দেশ গড়বে না। তোমরা দেশটা সুন্দর করে গড়বে এটা আমরা কামনা করি। প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করি। বাংলাদেশের মানুষ তারেক রহমানের তাকিয়ে আছে। আপনি বাংলাদেশে ফিরে আসুন ওয়ান ইলেভেনে যেভাবে আমরা পাহারা দিয়েছি আবারও পাহারা দেব। শুক্রবার বেলা ১২টায় গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন সাংগঠনিক শৃঙ্খলার মধ্যদিয়ে দলকে এগিয়ে নিতে হব
প্রথম পর্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সাংগঠনিক টিম এর আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান, জেলা যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য রেজাউল হক, সদস্য আব্দুল্লাহ, সদস্য হামিদুল হক, আখেরুজ্জামান। অনুষ্ঠানে গাংনী উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়। বিকেল তিনটা থেকে ভোট শুরু হয়ে সন্ধ্যায় মেলায় ফলাফল ঘোষণা করা হয়। ভোটে গাংনী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন রাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলফাজ হোসেন কালু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল। এছাড়া সাংগঠনিক সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দাল হক হরিণ প্রতিক নিয়ে ৪০৯ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে টিউবয়েল প্রতিক নিয়ে ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনজুর হোসেন টকি। অন্যদিকে গাংনী পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। সভাপতি হিসেবে আনারস প্রতীক নিয়ে মকবুল হোসেন মেঘলা ভোট পেয়েছেন ৫০৩ এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কা নিয়ে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয় সাইদুল ইসলাম। পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দুটি পদে ভোট গ্রহন করা হয়। সুমন অ্যাডামস টিউবওয়েল প্রতিক নিয়ে ৪৫২ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়, দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতিক নিয়ে ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয় ইমন হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *