উথলী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নং উথলী ইউনিয়নের যুব বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর উথলী বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মো.মহিউদ্দিন।
জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন যুব শাখার সভাপতি ইউপি সদস্য আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল নেতা মো.মমিন হোসেন,উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসানুজ্জামান হাসান, যুব বিভাগের উথলী ইউনিয়ন সেক্রেটারি ফিরোজ হোসেন সহ যুব বিভাগের উথলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো.বাবু।অনুষ্ঠান টি পরিচালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মো.জিহাদ হোসেন।
উথলীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
