পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সহজ ও কার্যকরী উপায় হল বৃক্ষরোপণ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার ও উদ্বোধনকালে শারমিন আক্তার

স্টাফ রিপোর্টার

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসন কর্মকর্তারা ও চুয়াডাঙ্গার দুটি স্কুলের শিক্ষার্থীরা এই র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে ডিসি মুক্তমঞ্চে এসে শেষ হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেন ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। পরে মুক্তমঞ্চ আঙ্গিনায় একটি বৃক্ষরোপণ করা হয়। এবারের মেলায় বন বিভাগসহ বিভিন্ন নার্সারীর ১২ টি স্টলে নানান প্রজাতির ফলজ ও বনজ গাছের  চারার সমাহার করা হয়েছে।

উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী  অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন বিভাগের রেঞ্জ অফিসার রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় সরকারের  উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

তিনি বলেন, এই কর্মসূচি টি হাতে নেওয়া হয়েছে মূলত আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের সঙ্গে পরিচিত করে দেওয়ার লক্ষ্যে। আমরা জানি বিশ্বের বেশ কিছু নগরী আছে যারা গ্রীন হাউজ গ্যাস নিঃসরণে বড় ভূমিকা পালন করছে। এতে করে বায়ুমণ্ডলের যে স্বাভাবিক গতিবিধি সেটি পরিবর্তিত হ”েছ। কোথাও অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং এন্টারটিকার বরফ পর্যন্ত গলে যা”েছ এতে করে বায়ুমন্ডলের ভারসাম্য নষ্ট হ”েছ। আমরা চাই একটি সুন্দর, সবুজ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হল প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। বাংলাদেশ একটি অধিক জনসংখ্যার দেশ, আমরা সকলেই যদি বৃক্ষমেলাকে কেন্দ্র করে একটি গাছ লাগাই তাহলে বাংলাদেশের পরিবেশ প্রাক…তিকভাবে অনেক সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হবে বলে আমি মনে করি। পরিবেশ বিপর্যয়কে আমরা প্রতিহত করতে চাই, সেই লক্ষ্যে সাতদিন ব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষ এই বৃক্ষমেলা সম্পর্কে জানুক এবং বৃক্ষের উপকারিতা সম্পর্কে জানুক।

এ সময় আরো বক্তব্য রাখেন ক…ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, ছাত্রনেতা সজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *