জীবননগর অফিস
জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ আপন দুই বোনকে আটক করেছে। গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দেহাটি গ্রামের সরদারপাড়ার সুবল কুমার বিশ্বাসের দুই কন্যা মৃত তাপসের স্ত্রী বুলবুলি রানী (৪০) এবং অচিন্ত কুমারের স্ত্রী দিপালী বিশ্বাস (৩৫)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার বিকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদারপাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে বুলবুলি রানীকে ৫০ লিটার ও দিপালী বিশ্বাসকে ৪০ লিটার চোলাই মদসহ তাদের নিজ নিজ বসতঘর হতে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।