স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরাকে সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা (পৌরসভা) মালা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও নবনিযুক্ত উপদেষ্টা লতিকা ইয়াসমিন জানান চলতি বছরের পহেলা জুলাই থেকে এই কমিটির কার্যকর হবে এবং আগামী পাঁচ বছর মেয়াদ থাকবে।
সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি পারুল আক্তার, সহ-সভাপতি শাহিনা আক্তার, সহ-সভাপতি ইসমত আরা, সহকারী সম্পাদক মরিয়ম খাতুন, সাংগঠনিক সম্পাদক আরজিনা খাতুন, অর্থ সম্পাদক মাসুদা খাতুন , সহকারী অর্থ সম্পাদক নাজমুন নাহার, প্রচার সম্পাদক সেলিনা পারভীন, দপ্তর সম্পাদক রূপালী খাতুন, সহকারী দপ্তর সম্পাদক মহুয়া সুলতানা এবং কার্যনির্বাহী সদস্য শামীমা খাতুন, শামীমা ইয়াসমীন ,জান্নাতুল মাওয়া , আফরোজা খাতুন ও তানিয়া খাতুন। কমিটির দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী হলেন, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচএফপি) লতিকা ইয়াসমিন ও মনোয়ারা বেগম।