কেডিকে প্রতিনিধি
জীবননগর কাশিপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই খেলার আয়োজন করা হয়।
খেলায় যে ২টি দল অংশগ্রহণ করে কাশিপুর যুবক্রীড়া সংস্থা একাদশ বনাম সীমান্ত ইউনিয়ন নতুন পাড়া একাদশ। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব ও কুশল বিনিময়ের মাধ্যমে খেলাটি শুরু হয়।
এসময় কেডিকে উইনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের ফুটবল প্রেমী মাঠ ভর্তি দর্শক উপস্থিতি ছিলো। খেলায় রেফারির দায়িত্ব¡ পালন করে ইব্রাহীম হোসেন ও সহকারি রেফারি দায়িত্ব পালন করে ইয়াসিন ও সাগর আহম্মেদ।
খেলার প্রথম পর্ব থেকেই মাঠে নেমে আসে টানটান উত্তেজনা। দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। দর্শকেরা শ্বাসরুদ্ধকর মুহূর্তে প্রতিটি বলের গতিপথ নজরে রাখেন। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও অবশেষে জালে ১-০ গোলে এগিয়ে যায় কাশিপুর একাদশ। গোলটি করেন শামিম মোল্লা।
বিরতির পর দ্বিতীয় পর্বের শুরুতেই খেলায় আরও গতি ফিরে আসে। দুই দলের খেলোয়াড়রা দ্রুতগতির পাস বিনিময় ও কৌশলগত আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা চালায়। শেষ মুহূর্ত পর্যন্ত দুই দল জয়ের জন্য প্রাণপণ চেষ্টা করে অবশেষে খেলায় ২-১ গোলে কাশিপুর যুবক্রীড়া সংস্থা একাদশ জয়লাভ করে।
জীবননগর কাশিপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
