জীবননগর অফিস
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে মোট ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন হোসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, অভিভাবক সদস্য রফিউল আলিম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি বছরে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে জেনারেল শাখায় ১৮ জন ও ভকেশনাল শাখা থেকে ৭ জন মোট ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।গত বছরে এসএসসি পরিক্ষায় মোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।