অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ নারী-শিশু আটক

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ জন নারী ও শিশুকে আটক করা হয়েছে। গত দুই দিনে মহেশপুর সীমান্তে ৩ টি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

৫৮-বিজিবির সহকারি পরিচালক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুসুমপুর বিওপি’র ৬১ নং মেইন পিলার ও ২০ নং সাব পিলারের কাছে পিপুলবাড়িয়া গ্রামের মোঃ মিজান মেম্বারের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন রাত ১১টার দিকে লড়াইঘাট বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ১৩৭ সাব পিলারের কাছে  নয়াপাড়া গ্রামে হাবিলদার মোঃ আতোয়ার হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময়  ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

                এদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  কুমিল্লাপাড়া বিওপি’র  ৬০ নং মেইন পিলার ও ৪৭ নং সাব পিলারের কাছে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ খোদাবক্স এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *