দর্শনায় আখ চাষী সমাবেশে ভবিষ্যৎ পরিকল্পনা ও চাষ সম্প্রসারণের বার্তা

দর্শনা অফিস

চুয়াডাঙ্গার দর্শনায় আখ চাষের সম্প্রসারণ, মানোন্নয়ন এবং মৌসুমি রোপণ-সংগ্রহ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে আখ চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে এই সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটির কৃষি বিভাগ। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

                সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যুগ্ম-সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের টেকনিক্যাল সার্ভিস প্রধান ড. জেবুন নাহার ফেরদৌস এবং প্রধান ইক্ষু ক্রয় ও সম্প্রসারণ কর্মকর্তা গিয়াস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চিনিকল সচল রাখতে হলে আখের উৎপাদন বাড়াতেই হবে। চাষিদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যে নানা উদ্যোগ চলছে। কেরু ব্র্যান্ডের গুণগতমান বজায় রেখে আমাদের বাজারে জায়গা করে নিতে হবে।” আলোচনায় অংশ নেন চাষি শামীম হাসান, আজিজুল হক ডাবলু, আবজালুর রহমান ধীরু, আব্দুল বারী, মোর্শেদুর রহমান, লিংকন ও সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, বীজ পরিদর্শক দেলোয়ার হোসেন, খামার ব্যবস্থাপক সুমন কুমার সাহা এবং বিভিন্ন সাব-জোন প্রধানগণ। সম্মেলনে চুয়াডাঙ্গা ও আশেপাশের প্রায় দেড় শতাধিক আখ চাষি অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *