ভূমিকম্পের পর সুনামি : রাশিয়ায় আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সাখালিন অঞ্চলের উত্তর কুরিলস্ক দ্বীপপুঞ্জে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এরপর সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *