জীবননগরের সিংনগরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জীবননগর অফিস

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে শিক্ষকমণ্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফারুক হোসেনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুর রশিদ। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অভিভাবকদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে তার সন্তানের লেখাপড়ার খোঁজখবর নিতে হবে। পাশাপাশি শিক্ষকদের একজন শিক্ষার্থীর লেখাপড়ার উন্নতি করতে করনীয় বিষয়ে অভিভাবকের সাথে মতবিনিময় করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *