মেহেরপুর প্রতিনিধি
সরাসরি দরপত্র দাখিলের সুযোগ না দিয়ে গোপনে নিজের আস্থাভাজন ঠিকাদারদেরকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সংক্ষুদ্ধ ঠিকাদারদের কয়েকজন।
সংবাদ সম্মেলনে ঠিকদার মাহবুবুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে ১ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর জেলা জজ আদালত ভবনের সংস্কার কাজের দরপত্র দাখিল করতে গেলে নির্বাহী প্রকৌশলী তা গ্রহণ করেননি। কয়েকজন ঠিকাদারকে কাজটি বাস্তবায়নের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে মর্মে নির্বাহী প্রকৌশলী তাদেরকে জানিয়ে দেয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি সম্পন্ন করার দাবি জানান ঠিকাদাররা। কিন্তু আইনের তোয়াক্কা না করে নির্বাহী প্রকৌশলী তার সিদ্ধান্তে অটল থাকেন। বিগত ১৫ বছর যারা দাপটের সাথে ঠিকাদারী করেছে তাদেরকে কাজ দিয়ে সাধারণ ঠিকাদারদেরকে বঞ্চিত করা হয়েছে মর্মে গণপূর্ত বিভাগের যশোর অঞ্চলের কর্মকর্তাকে মৌখিক অভিযোগ দেয় ভুক্তভোগী ঠিকাদাররা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোন সুরাহা না পাওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার প্রত্যাশ করেন ঠিকাদারবৃন্দ।