মেহেরপুরে ইজিবাইক চালক জামাল হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন (৫৪) হত্যা মামলার একমাত্র আসামি বাচ্চু মিয়ার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন নিহত জামাল হোসেন। আসামি বাচ্চু মিয়া ওইদিন সন্ধ্যায় জামাল হোসেনের ইজিবাইক ভাড় করে নিয়ে যায় শেখ পাড়ায়। কৌশলে তাকে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তের এক পর্যায়ে বাচ্চু মিয়া গ্রেফতার হয়। জামাল হোসেন হত্যাকান্ডের স্বীকারোক্তি দেয় আদালতে। পুলিশ বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে। পুলিশ তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত একমাত্র আসামি বাচ্চু মিয়ার মৃত্যুদন্ডের আদেশ দেন।

মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ বিচারক আসামির মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সাজার আদেশ দিয়েছেন। এদিকে রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। আদালেতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *