ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

মেহেরপুর অফিস

দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল  রবিবার সকালে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাশঁবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে চলতি মাসের ২১ তারিখে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিলো। পরে আজ সকাল সাড়ে নয়টার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে দেয়। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হয়রানীর শিকার ঐ শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *