জীবননগরের টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জীবননগর অফিস

চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতাল রোড আখ সেন্টারের সামনে টিনের চালা কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে চোররা নগদ ৩০ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায় বলে দাবি করছেন দোকান মালিক। তবে কে বা কারা এই দোকান চুরি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। উক্ত ঘটনায় জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে জীবননগর হাসপাতাল রোড আখ সেন্টারের সামনে অবস্থিত আমির সোহেল কাকনের নাহল ফার্মেসী ও আশিকের রংতুলি ষ্টেশনারীতে এ চুরির ঘটনা ঘটে।


চুরি হওয়া নাহল ফার্মেসির মালিক আমীর সোহেল কাঁকন বলেন, শনিবার (২৬ জুলাই) রাত ১১ টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন রবিবার সকাল আটটার দিকে ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানের ক্যাশবাক্স ভেঙে আমার নগদ ১৫ – ২০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। সবমিলিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।


এদিকে রংতুলি স্টেশনারীজ এর মালিক আশিক জানান, শনিবার আনুমানিক রাত দশটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন রবিবার সকাল আটটার দিকে দোকান খুলে দেখি চালের উপরের টিন কাটা। এরপর দোকানের ভিতরে ঢুকে দেখি আমার ক্যাশ বাক্স ভাঙ্গা সেখানে আনুমানিক প্রায় নগদ ১০ হাজার টাকা রাখা ছিল এছাড়াও আমার দোকানে থাকা প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার মিনিট কার্ড চুরি হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়।


এব্যাপারে জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *