স্বপ্ন সোপান সংগঠনের ইসলামিক কনফারেন্স ও কৃতি সংবর্ধনা

তিতুদহ প্রতিনিধি

“স্বপ্ন সোপান” চুয়াডাঙ্গা জেলার বড়শলুয়া গ্রামের একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ‘সুন্নাতি চেতনায় মোরা কুসুমিত তরুণদল’ স্লোগানকে সামনে রেখে তারা এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক কল্যানমূলক কাজ করে যাচ্ছে। এর মধ্যে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল বড়শলুয়া দক্ষিণপাড়া জামে মসজিদে “ফ্রি নামাজ ও কুরআন শিক্ষা কর্মসূচি”। ২০২৪ সালের এপ্রিল মাসে এই প্রজেক্টটি শুরু হয়। এই কর্মসূচিতে মসজিদের মুসল্লীদের সম্পুর্ণ বিনামূল্যে নামাজ ও কুরআন শিক্ষা ক্লাস শুরু হয়। এলাকার বালক, যুবক, বৃদ্ধ সকলের জন্যেই এই প্রজেক্টটি উন্মুক্ত ছিল। দীর্ঘ ১৪ মাস ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্য হতে ২০ জন মুসল্লী কুরআন ও নামাজ শিক্ষা সম্পন্ন করেছে।

তাদের এই অর্জনকে সুসোভিত করার জন্য এবং বাকিদের অনুপ্রেরণা দেওয়ার জন্য গত শুক্রবার রাতে ‘’স্বপ্ন সোপান” আয়োজন করে বিশাল এক “ইসলামিক কনফারেন্স ও কৃতি সংবর্ধনা” অনুষ্ঠান।

জমকালো পরিবেশে এবং অনন্য আয়োজনে বড়শলুয়া দক্ষিণপাড়া জামে মসজিদে এই কনফারেন্সটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী খলিলুর রহমান (সভাপতি, বড়শলুয়া দক্ষিণপাড়া জামে মসজিদ)।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও: ইকরামুল হক বেলালী (ইসলামি আলোচক,বাংলাদেশ টেলিভিশন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম (সাধারন সম্পাদক, বড়শলুয়া দক্ষিণপাড়া জামে মসজিদ)। অনুষ্ঠানটি পরিচালনা করেন এই ‘ফ্রি নামাজ ও কুরআন শিক্ষা কর্মসূচি’র শিক্ষক হাফেজ ক্বারী ওসমান গনি (ইমাম ও খতিব, বড়শলুয়া দক্ষিণপাড়া জামে মসজিদ)।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা “দুনিয়া ও আখিরাতের প্রয়োজনে কুরআন শিক্ষার প্রয়োজনীয়তা” সম্পর্কে অন্তরাভিরাম আলোচনা করেন। পরবর্তীতে “স্বপ্ন সোপান” সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. কনক রেজা অংকন একটি স্ক্রীন প্রেজেন্টেশনের মাধ্যমে “স্বপ্ন সোপান” সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, কার্যক্রম, কার্যপ্রনালী সম্পর্কে সবাইকে অবহিত করেন।

এরপর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় “স্বপ্ন সোপান” সংগঠনের প্রজেক্ট ডিরেক্টর সোহেল, নাজমুল হোসেন (রকি), তানছির আহমেদ, ইব্রাহীম হোসেন এবং স্বপ্ন সোপান ব্লাড ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান (জনি) কে। অতঃপর অতিথিবৃন্দ নামাজ ও কুরআন শিক্ষা সম্পন্ন করা মুসল্লীদের মাঝে সম্মাননা মূলক ফুল, সার্টিফিকেট এবং কুরআন তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *