আগামী নির্বাচনে এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি

অনলাইন ডেস্ক

খুলনায় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সিইসি এ এম এম নাসির উদ্দিন: ছবি যায়যায়দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে উপস্থিত করা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এছাড়া, নির্বাচনকে প্রভাবিত করতে প্রযুক্তির অপব্যবহার কিংবা এআই-নির্ভর হস্তক্ষেপ প্রতিরোধে আমরা সতর্ক রয়েছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন। রাতের আঁধারে নয়, দিনের আলোতেই সব কার্যক্রম পরিচালিত হবে যেন জনগণের আস্থা অর্জিত হয়। একটি সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে।’

পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। বিকেলে আইন-শৃঙ্খলা বিষয়ক আরেকটি সভায় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সিইসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *