রাজশাহীতে শুরু হলো বভিাগীয় বৃক্ষমলো

রাজশাহী প্রতনিধি
রাজশাহীতে শুরু হলো বৃক্ষ মেলা । পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি শ্লোগানে রাজশাহীতে ২০ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীনচত্বরে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব রুমানা আফরোজ, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহীর বিভিন্ন এলাকার বিপুল পরিমাণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *