আলমডাঙ্গা পৌর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর জামায়াত কার্যালয়ে আয়োজিত এই দিনব্যাপী শিবিরে আদর্শিক ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

পৌর আমীর ও জেলা শূরা সদস্য মাহের আলীর সভাপতিত্বে শিবিরটি পরিচালিত হয়। সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন।

শিবিরে আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, পৌর কর্মপরিষদ সদস্য আশকার আলী, নিজাম উদ্দিন ও মোরারেশ হোসেন।

শিক্ষা শিবিরে আদর্শিক চেতনা, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনের প্রত্যয় তুলে ধরে কর্মীদের মাঝে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়া হয়। বক্তারা বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য আদর্শিক প্রস্তুতির বিকল্প নেই। শিবির শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *