মেহেরপুর অফিস
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারাদেশের ন্যায় মেহেরপুর জেলাতেও শোক পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার জেলার সরকারি, বেসরকারি ও স্বায়িত্বশাসিত অফিসগুলোতে জাতীয় পতাকা অর্ধনতিমত রাখা হয়েছে। এছাড়াও মসজিদে দো’আ মোনাজতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতের দ্রুতত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শোকের ছায়া বিরাজ করছে গোটা জেলাজুড়ে।