কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে ২৩/২৪ শিক্ষা বর্ষের মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২১ জুলাই )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ ম, আমানুল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার ম, লুৎফর রহমান
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:) অশোক কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহারুল ইসলাম পৌর কলেজ অধ্যক্ষ হুমায়ূন কবির এবং সাফদারপুর আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের এক একজনের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।