স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পলাশ পাড়া থেকে ৯ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২ টার দিকে বিপ্লব মোল্লা (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মো: বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা দেড় টার দিকে পলাশ পাড়ার মোবারক মোল্লার ছেলে বিপ্লব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৯ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটক বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।