আলোকদিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আলোকদিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি -২০২৫ শুভ উদ্বোধন করা হয়।

আলোকদিয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস, এম হাসান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি জাহিদ টিপু, সদর উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক এড. জিল্লুর রহমান জালাল।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন আখতারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন লাড্ডু, সহ-সভাপতি রোকোনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মো জহুরুল ইসলাম, যুবদল নেতা সোহাগ রহমানসহ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সর্বশেষ গতকাল ঢাকা মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহত সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রোকোনুজ্জামান রোকন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *