জীবননগরে ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নেতা আটক

জীবননগর অফিস

জীবননগর থানার নাশকতা মামলার ৩ আসামিকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামীরা হলেন, বাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো.মিন্টু (৪৫), একই গ্রামের মৃত শহর আলী মন্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেব(৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী (৫৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানার নাশকতা মামলা নং-১৪(১০)২৪ খ্রিষ্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পিসি-মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *