জীবননগর অফিস
জীবননগর থানার নাশকতা মামলার ৩ আসামিকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামীরা হলেন, বাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো.মিন্টু (৪৫), একই গ্রামের মৃত শহর আলী মন্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেব(৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী (৫৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানার নাশকতা মামলা নং-১৪(১০)২৪ খ্রিষ্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পিসি-মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।