কেডিকে প্রতিনিধি
জীবননগর কাশিপুরে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কাশিপুর ঈদগা মাঠে খেলায় দুটি দল অংশ গ্রহণ করে। কাশিপুর একাদশ বনাম সন্তোপুর একাদশ। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের কুশল বিনিময়ের মাধমে শুরু হয়। খেলাটি রেফারির দায়িত্ব পালন করেন ইব্রাহীম ও সহকারী হিবে দায়িত্ব পালন করে মামুন ও রমজান আলী
টান টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রথম পর্বে খেলা শুরু হয়ে ১-০ গোলে এগিয়ে থাকেন সন্তোপুর একাদশ। সন্তোপুরের পক্ষেগোল করেন ৭ নাম্বার খেলোয়াড় রানা। এর পরে দ্বিতীয় পর্বে খেলায় রেফারির শেষ বাঁশি বাজার আগে ২-১ গোলে জয়লাভ করেন কাশিপুর একাদশ। কাশিপুরের পক্ষে দুইটি গোল করে আশরাফুল হক। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
জীবননগর কাশিপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
