জীবননগরে জুলাই আন্দোলন উপলক্ষে ছবি অংকন এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত

জীবননগর অফিস

জুলাই আন্দোলন উপলক্ষে স্কুল পর্যায়ে ছবি অংকন এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে  স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ছবি অংকন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামান হাসান,  জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার, সাংবাদিকসহ   স্কুলের সকল ছাত্রছাত্রী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করবে। জুলাই আন্দোলন যা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হচ্ছে। বিশেষ করে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, স্বাধীনতা সংগ্রাম বা পরিবেশ বিষয়ক ছবি আঁকতে পারবে। বিশেষ করে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে স্কুল পর্যায়ে এই ধরনের কর্মসূচী শিক্ষার্থীদের মধ্যে দেশ ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে।

বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দরা জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের দেওয়ালে আঁকা  ছবি দেখেন এবং প্রশংসা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *