স্টাফ রিপোর্টার
সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফএর ৭ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তাস্তর করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে মহেশপুরের বাঘাডাংগা সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয়া হয়। ফেরত ৭ বাংলাদেশীদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সকাল ১০ টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার, বাঘাডাংগা বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ৭ জন বাংলাদেশী নাগরিক তাদের হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বেলা ২টার দিকে সীমান্তের ৬০/৩৭-আর পিলারের নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ৭ জনকে গ্রহন করা হয়।