মাত্র ৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর সোমবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তরুণ মেধাবী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান বিনোদন জগতে।

অভিনেত্রীর পরিবারের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জানা গেছে, সিও হার শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হবে আনুষ্ঠানিক শেষকৃত্যের অনুষ্ঠান। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।

কাং সিও’র মৃত্যুর খবর জানিয়ে তার বোন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো।’

তিনি আরও লেখেন, ‘যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে খুব লজ্জিত মনে করতাম।

আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।’

প্রসঙ্গত, ১৯৯৪ সালে জন্ম নেয়া কাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের স্কুল অফ ড্রামা থেকে স্নাতক করেছিলেন। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে।

তবে ‘ফার্স্ট লাভ এগেইন’ নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ এবং ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করেছেন।

মৃত্যুর আগে কাং সিও হা শেষ প্রজেক্ট হিসেবে ‘স্কুইড গেম’ তারকা পার্ক গিউ ইয়ং এবং ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারিনস’ অভিনেতা কিম সিয়ন হোর সঙ্গে ‘মাংনাইনের’ (ইংরেজি শিরোনাম: ইন দ্য নেট) শুটিং শেষ করেছিলেন।

কিম জি উন এবং পার্ক বো রাম পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে এক নারী তার ছোট বোনের মৃত্যুর কারণ জানার জন্য হ্যাকার ভাড়া করে, যার বোন অনলাইন হেনস্তার শিকার হয়ে আত্মহত্যা করে। ২০২৫ সালের শেষার্ধে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

২০২৩ সালে কাং সিও হা ইনসাইট এন্টারটেইনমেন্ট এবং শোটাইম ক্রুর যৌথ উদ্যোগে গঠিত ইনসাইট এমসিএন-এ যোগ দেন, যা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *