চুয়াডাঙ্গা সিভিল সার্জন পদে ডাঃ হাদীর বিধি বহির্ভূত নিয়োগের অভিযোগে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সিভিল সার্জন পদে ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদের বিধি বহির্ভূত নিয়োগের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গত ১২ জুলাই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও তদন্ত কমিটির সভাপতি ডাঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.০২৭.০৫.২০২৪-৩৯০, তারিখ: ২০.০৫.২০২৫ খ্রি: এবং পরিচালক (স্বাস্থ্য), এর দপ্তর খুলনা বিভাগ, খুলনার স্মারক নং -৪৫.৪০.০০০০.০০২.২৭.০০৯.২৫-১৩০২(৭), তারিখ: ০৭.০৭.২০২৫ খ্রি: মোতাবেক দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় গত ০১.০৫.২০২৫ খ্রি: তারিখে প্রকাশিত “সিভিল সার্জন পদে বিধি বহির্ভূত নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও স্বাস্থ্য সচিব বরাবর অভিযোগ” শীর্ষক প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সমূহ ১৪ ও ১৫ জুলাই সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। নোটিশে তিনি তদন্ত চলাকালীন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। দুই সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির অপর সদস্য হচ্ছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসির উদ্দীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *