স্টাফ রিপোর্টার
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তারা বিভিন্ন সময় সীমান্ত পারি দিয়ে ভারতে বসবাস করে আসছিলো। বিএসএফ তাদেরকে আটক করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে। বিএসএফ প্রায়ই এসব বাংলাদেশীকে ধরে সুযোগ বুঝে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অপর ৩টি অভিযানে ২৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জন আটক, ফেন্সিডিল উদ্ধার খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মোঃ আজিজুল মোল্যার বাগানের মধ্যে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জন বাংলাদেশীকে আটক করা হয়। আটককৃতরা হলো রাজশাহী জেলার দুর্গাপুর থানার আলীপুর গ্রামের নুর ইসলাম বেপারির ছেলে রাজ্জাক বেপারী (৫৫)ও পিরোজপুর জেলার জিয়ানগর থানার উত্তর কলারন গ্রামের আবদুল রহমান মাঝির ছেলে আনোয়ার হোসেন (৫৪)। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মসজিদে সামনে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন, নারী ১ জন ও শিশু ৩ জন। আটক পুরুষ সদস্যরা হলো ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়িয়া গ্রামের বারেকের ছেলে আবুল হোসেন (৫৬) ও গোপারলগঞ্জ জেলার মুকসুদপুর থানার মন্ডলগাতী গ্রামের সাহিদের ছেলে সাকিব (২৩)। আটককৃত ধুর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রতিরামপু গ্রামের মাঠের মোঃ ওমর আলীর বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সময়ে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৫-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত ১টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহর নগর গ্রামে হাবিলদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।