আলমডাঙ্গার লক্ষ্মীপুরে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা কেনাবেচার সময় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামতলা এলাকা থেকে তাদের ১৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে এগারোটার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহলে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, লক্ষ্মীপুর গ্রামের জামতলা নামক স্থানে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের দলটি ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তিন ব্যক্তিকে ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জামতলা গ্রামের মোঃ মুক্তার মোল্লার ছেলে মোঃ নুর ইসলাম (৪৫), ওসমানপুর হঠাৎপাড়া গ্রামের মোঃ ময়না খন্দকারের ছেলে মোঃ টিটু খন্দকার (২৪) ও মোঃ মজনু খন্দকারের ছেলে মোঃ বাপ্পি খন্দকার (২১)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *