আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ স্মৃতি সংঘ প্রাঙ্গণে এ ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আল নূর তানিম। সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলিমুদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক আতিক হাসনাত রিঙ্কু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হায়দার আলী, আলী হোসেন, আব্দুর রশিদ, মোহাম্মদ আলম, মিয়া মনসুর, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আলী, আব্দুল্লাহ আল মামুন, সোহবার আলী, সাংগঠনিক সম্পাদক আজম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মহর আলী, আশা মুন্সি এবং দপ্তর সম্পাদক মুন্সীসহ ৮ নম্বর ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, দলীয় কার্যক্রমে নতুন উদ্যম যোগ হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে এই সদস্যরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।